শোবিজ ডেস্ক ->>
মা হয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। শনিবার (২০ আগস্ট) পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
এদিকে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে বিখ্যাত একটি ম্যাগাজিনের প্রচ্ছদ শেয়ার করেছেন সোনম। এতে তাকে অন্তঃসত্ত্বা অবস্থায় বোতাম খোলা শার্ট পরে দেখা গেছে। ক্যাপশনে তার মা হওয়ার অভিজ্ঞতা জানিয়েছেন তিনি।
সোনম কাপুর লিখেছেন, ‘অগ্রাধিকার পরিবর্তন হয়। আমি মনে করি, আমার ক্ষেত্রে সন্তান অগ্রাধিকার পাবে। সত্যি বলতে, তারা এই পৃথিবীতে নিজে থেকে আসেনি। আপনি তাদের এখানে আনার সিদ্ধান্ত নিয়েছেন। তাই এটি খুবই স্বার্থপর সিদ্ধান্ত।’
দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালের ৮ মে আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সোনম কাপুর। এরপর গত মার্চে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি জানান। শনিবার সন্তানের জন্ম দিয়েছেন সোনম। স্বামী আনন্দ আহুজার সঙ্গে এটি তার প্রথম সন্তান।
সুখবরটি জানিয়ে সোনম ও আনন্দ আহুজা এক বিবৃতিতে লেখেন, ‘২০.০৮.২০২২, আমাদের পুত্র সন্তানকে পৃথিবীতে স্বাগত জানিয়েছি। এই পথচলায় সহযোগিতার জন্য সকল চিকিৎসক, নার্স, বন্ধু এবং পরিবারের সদস্যদের ধন্যবাদ। এটি সবে শুরু কিন্তু আমরা জানি, জীবন পরিবর্তনশীল।
আপনার মতামত লিখুন :