বরগুনা প্রতিনিধি ->>
একাত্তর টিভির বরগুনা প্রতিনিধি ইমরান টিটুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানি মূলক মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে তালতলী উপজেলার সকল সাংবাদিকরা।
বুধবার ( ০৩ ) আগষ্ট তালতলীর সদর রোডে সাংবাদিকদের উদ্যেগে এ কর্মসূচি পালন করে বিভিন্ন সাংবাদিক সংগঠন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার প্রধান বাঁধা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। এ আইন দূর্নীতিবাজদের এক শক্তিশালী হাতিয়ার। ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগের ফলে অপরাধীদের বিচার না হয়ে উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়। অতিবিলম্বে এ আইন বাতিলের দাবি জানান সরকারের কাছে।
মানববন্ধনে কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন, বরগুনা সাংবাদিক ইউনিয়ন, তালতলী প্রেসক্লাব, তালতলী সাংবাদিক ফোরাম, তালতলী সাংবাদিক ইউনিয়ন প্রমূখ।
আপনার মতামত লিখুন :