এস এম জিবন ->>
রাজধানীর মিরপুরে ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদে গিয়ে ব্যবসায়ীদের বাধার মুখে পড়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মিরপুর ১০ নম্বরে ঝুটপট্টি সংলগ্ন সড়কের ফুটপাতে ব্যবসায়ীদের উচ্ছেদে যায় ডিএনসিসির চার সদস্যের দল। অভিযানে নেতৃত্ব দেন মিরপুর অঞ্চল-২ এর রোড ইন্সপেক্টর আলাউদ্দিন আল আজাদ।
ব্যবসায়ীদের অভিযোগ, পূর্ব ঘোষণা ছাড়াই তাদের উচ্ছেদ শুরু করে। এসময় ব্যবসায়ীরা উচ্ছেদকারী দলকে মারতে উদ্যত হয়। পরে টহল পুলিশের সহায়তায় এলাকা ছাড়ে দলটি।
স্থানীয়রা বলেন, তাদের কাছে অফিশিয়াল কোনো কাগজপত্র নেই। এভাবে কেউ অভিযানে আসে না।
ডিএনসিসির কর্মকর্তা আলাউদ্দিন আল আজাদ বলেন, আমরা একটা অভিযান করতে এসেছি। এ ধরনের অভিযান প্রায়ই করি। কিন্তু এখানকার লোকজন উত্তেজিত হয়ে আমাদের ওপর আক্রমণ করে। আমরা ফিরে আসতে বাধ্য হই।
পল্লবী থানার এসআই শাহরিয়ার নাইম রোমান বলেন, আমরা টহলে যাচ্ছিলাম। এখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখতে পাই। পরে সিটি করপোরেশনের কর্মকর্তাদের নিরাপদ দূরত্বে নিয়ে যাই।
তবে অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মো. জিয়াউর রহমান বলেন, ঝুটপট্টিতে রোড ইন্সপেক্টর গিয়েছিল সড়কে পড়ে থাকা ময়লা সরাতে। কিন্তু পরবর্তীতে তারা রোষানলে পড়ে। টহল পুলিশের সহযোগিতায় সেখান থেকে চলে আসেন তারা। সেখান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
আপনার মতামত লিখুন :