আলতাফ হোসেন অমি ->>
মিরপুরের পল্লবীতে চালকের গলাকেটে অটোরিকশা ছিনতাই উদ্দেশ্যে খুন করে।
অদ্য ২৯/০৭/২০২২ ইং আনুমানিক ৪.৪৫ ঘটিকার সময় পল্লবী থানাধীন সেকশন-১২, ব্লক-ই, কুর্মিটোলা ক্যাম্পের পূর্ব পাশে কালশী নতুন রাস্তার নিচে পল্লবী ঢাকায়।
মৃত লতিফ হাওলাদার (৬০) পিতা: খলিল হাওলাদার সাং-টঙ্গীবাড়ি, থানা- টঙ্গীবাড়ী, জেলা- মুন্সিগঞ্জ এ/পি সেকশন- ১২, ব্লক- ত, বাসা- ৩৬২, পল্লবী, ঢাকাকে অজ্ঞাত পরিচয়ে কে বা কাহারা গলা কেটে হত্যা করে।
প্রাথমিকভাবে জানা যায় মৃত লতিফ হাওলাদার অটো রিক্সা চালাতেন প্রতিদিনের ন্যায় আজকেও রিক্সা নিয়ে রাতে বাসা থেকে বের হন। মূলত অটো রিক্সা ছিনতাই এর উদ্দেশ্যেই তাকে খুন করা হয় ।
স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে সকাল ৭:৪৫ ঘটিকায় পল্লবী থানা পুলিশকে সংবাদ দেয়। পল্লবী থানা পুলিশ ঘটনা স্থলে এসে লাশটি হেফাজতে নেয় ।
পরবর্তীতে সিআইডির ক্রাইম সিন এসে লাশের ক্রাইম সিন সংগ্রহi করে। লাশের ময়না তদন্ত জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে পল্লবী থানা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :