ArabicBengaliEnglishHindi

মির্জাপুরে মাদ্রাসার ছাত্র হত্যা মামলার রহস্য উৎঘাটান ও আসামী গ্রেফতার


প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২২, ১০:০৩ অপরাহ্ন / ৫৩
মির্জাপুরে মাদ্রাসার ছাত্র হত্যা মামলার রহস্য উৎঘাটান ও আসামী গ্রেফতার

সবুজ খান ->>
মির্জাপুর থানা কর্তৃক ক্লুলেস মাদ্রাসার ছাত্র খুন মামলা রুজু হওয়ার ০৬ ঘন্টার মধ্যে জনাব সরকার মোহাম্মদ কায়সার।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়ের দিক নির্দেশনায় জনাব মোঃ শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্),

টাঙ্গাইল মহোদয়ের তত্বাবধায়নে জনাব শেখ আবু সালেহ মাসুদ করিম, অফিসার ইনচার্জ, মির্জাপুর থানা এর সহযোগিতায় এসআই(নিঃ)/মোঃ আবু সাইদ উক্ত মামলার মূল রহস্য উৎঘাটন ও ঘটনার সহিত জড়িত ০২ জন আসামীকে গ্রেফতার ও আসামীর হেফাজত হইতে ভিকটিম (মাদ্রাসার ছাত্রের) ব্যবহৃত এন্ডোয়েট মোবাইল উদ্ধার করতে সক্ষম হন।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।