ArabicBengaliEnglishHindi

মুজিব ফুল – সৈয়দুল ইসলাম


প্রকাশের সময় : অগাস্ট ৪, ২০২২, ১২:১৩ অপরাহ্ন / ৫৯
মুজিব ফুল – সৈয়দুল ইসলাম

মুজিব ফুল
– সৈয়দুল ইসলাম

মুজিব ফুল মুজিব ফুল
বাসতো সবাই ভালো,
সারা বাংলায় ছড়িয়ে দিতেন
শান্তি সুখের আলো।

মুজিব ফুল বিশ্ব সেরা
বলেন জ্ঞানীগুণী,
সাতই মার্চের সুভাস ছড়ানো
কণ্ঠ আজো শুনি।

মুজিব ফুলের নেই তুলনা
যতোই ঝরে যাক,
দোয়া করি বীর বাঙালির
প্রাণে বেঁচে থাক।