ArabicBengaliEnglishHindi

মূল্যবৃদ্ধিরোধে নতুনধারার সচেতনতামূলক জনসংযোগ


প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০২২, ৬:৪৫ অপরাহ্ন / ৫৭
মূল্যবৃদ্ধিরোধে নতুনধারার সচেতনতামূলক জনসংযোগ

নিজস্ব প্রতিবেদক ->>
প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যর পাশাপাশি বিশ্ববাজারে কম থাকা স্বত্বেও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিরোধে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য নতুনধারার সচেতনতামূলক জনসংযোগ কর্মসূচি পালিত হয়েছে।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

১২ আগস্ট সকাল ১১ টা থেকে দিনব্যাপী এই কর্মসূচি চলাকালে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী গণমাধ্যমকে বলেন, বিশ্ব বাজারে তেলের দাম কমলেও আমাদের দেশে নতুন দরিদ্র সাড়ে ৪ কোটি মানুষের কথা ভুলে গিয়ে, নিন্ম-মধ্যবিত্ত মানুষদের কথা ভুলে গিয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে জালিম শাসকের পরিচয় দিচ্ছে বর্তমান সরকার।

পুরানা পল্টন, কাকরাইল, মতিঝিল, শান্তি নগরসহ বিভিন্ন এলাকায় জনসংযোগের সময় নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য মামুনুর রশীদ, মহিদুল হক প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ আরো বলেন, জনগণের রক্তচুষে সরকার রাজণৈতিক-অর্থনৈতিক-প্রশাসনিক ব্যক্তিদেরকে নিয়ে আরাম-আয়াশে ক্ষমতাকে আকড়ে রাখতে চায়, কিন্তু তারা ভুলে গেছে ছাত্র-যুব-জনতাকে বাদ দিয়ে অতিতেও কেউ ক্ষমতায় থাকতে পারেনি, আগামীতেও পারবে না।