মেয়র আমিনুল হকের মৃত্যুর কারণে ঈশ্বরদীতে দোয়া ও মিলাদ মাহফিল
প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২২, ৫:৩৮ অপরাহ্ন /
১০৭
মামুনুর রহমান,ঈশ্বরদী,(পাবনা) ->>
পাবনা জেলার আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আমিনুল হকের মৃত্যুর কারণে ঈশ্বরদীতে আলোচনাসভা এবং তার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ঈশ্বরদী উপজেলা এবং পৌর বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ঈশ্বরদী ব্রাদার্স ইউনিয়ন ক্লাবে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,বিএনপির কেন্দ্রিয় নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার।
শ্রমিক দলের সাবেক কেন্দ্রিয় নেতা ও ঈশ্বরদী উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিবের সভাপতিত্বে বিএনপি নেতা আতাউর রহমান পাতা, এসএম ফজলুর রহমান ও যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :