ArabicBengaliEnglishHindi

মোহনপুরে মাধ্যমিক ও প্রাথমিক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের সম্মাননা


প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২২, ৪:৪৬ অপরাহ্ন / ৭৮
মোহনপুরে মাধ্যমিক ও প্রাথমিক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের সম্মাননা

মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি ->>
রাজশাহী মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃআব্দুস সালাম এর সার্বিক তত্ত্বাবধানে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষকদের সম্মানোনা অনুষ্ঠান সোববার (২৫ এপ্রিল) বেলা ১১ টার সময় উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়।

মোহনপুরে মাধ্যমিক ও প্রাথমিক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংসদ আয়েন উদ্দিন এমপি
মোহনপুরে মাধ্যমিক ও প্রাথমিক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংসদ আয়েন উদ্দিন এমপি
প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, শতফুল বাংলাদেশের নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন মোল্লা, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মহসিন আলী।

এসময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, সানজিদা রহমান রিক্তা, ইউপি চেয়ারম্যান অধ্যপক আব্দুল মান্নান, হযরত আলী, দেলোয়ার হোসেন,বাবলু হোসেন, প্রধান শিক্ষক শহিদুল আলম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কায়ুম প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন, অধ্যপক উবাইদুল্লাহ সরকার, ৬০ জন অবসর প্রাপ্ত শিক্ষকদের মাঝে সম্মাননা ও যায়নামাজ, পাঞ্জাবি দেওয়া হয়।