ArabicBengaliEnglishHindi

মৌলভীবাজারে ঐতিহাসিক ৭ মার্চ পালিত


প্রকাশের সময় : মার্চ ৭, ২০২২, ১০:০৫ অপরাহ্ন / ১৪৫
মৌলভীবাজারে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
 মারুফ আহমেদ  ->>
বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন ঐতিহাসিক ৭ মার্চ। সোমবার মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যলিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওয়ামীলীগ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ।
পরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার মো: জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন,পৌরসভা মেয়র ফজলুর রহমান,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল মুহিব টুটু প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ।
বিকেলে সরকারী স্কুল মাঠে বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের উদ্যোগে জয়বাংলা ঘুড়ি উড়ানো উৎসব অনুষ্ঠিত হবে।