ArabicBengaliEnglishHindi

যশোর প্রেসক্লাব মিলনায়তনে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন


প্রকাশের সময় : জুন ১৫, ২০২২, ১:৩৫ অপরাহ্ন / ১১০
যশোর প্রেসক্লাব মিলনায়তনে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন

চৌগাছা (যশোর) প্রতিনিধি->>

যশোর প্রেসক্লাব মিলনায়তনে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার ১৪জুন বিশ্ব রক্তদাতা দিবস-২০২২ উপলক্ষে আস্হা সবার জন্য সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেদি হাসান শিহাব প্রতিষ্ঠাতা সভাপতি আস্হা সবার জন্য সমাজ কল্যাণ সংস্থা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মবিনুল ইসলাম মবিন সম্পাদক ও প্রকাশক দৈনিক গ্রামের কাগজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৌহিদুর রহমান তৌহিদ সাধারণ সম্পাদক যশোর প্রেসক্লাব ও রবিউল ইসলাম শিমুল, পরিচালক যশোর সিটি ব্যাংক শাখা।

অনুষ্ঠানে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বখতিয়ার হোসেনের নির্দেশনায় সংগঠনের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ, সহ-সভাপতি আলী রেজা রাজু, নির্বাহী সদস্য ডা: মোঃ আবু হানিফ, মোঃ হাসিবুল হাসান শান্ত, মোঃ রাসেল হোসেন ও শাহারিয়ার নাফিজ। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি বিশেষ অতিথিদের মাধ্যমে সকল স্বেচ্ছাসেবকদের কে সার্টিফিকেট এবং মেডেল প্রদান করা হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে আয়োজন শেষ হয়।