মোঃ আমিনুল হাসান->>
খুলনা জেলার খালিশপুরে স্বামীর নির্যাতনের শিকার এক গৃহবধু, যৌতুকের জন্য স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন গৃহবধুর উপর প্রতিদিন শারিরিক নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভুগি জানায়, আমাকে অনেক মারধর করে ভরণপোষণ দেয় না, আমার দুটো মেয়ে নিয়ে আমি খুব কষ্টে আছি আমার নাম ফাতেমা তুজ জোহরা আমার বাড়ি খালিশপুর আলমনগর, স্বামীর নাম বাদল কাজী থাকেন খালিশপুর মানসিক ৫ তলা মোড়। রাস্তা ঘাটে আমাকে অনেক মারধর করে, আমার কি অপরাধ আমি শুধু বলতে চাই আমার বাচ্চা দুইটার মুখে খাবার দাও, এ কথা বললেই আমার বাচ্চাকে অস্বীকার করে আমাকে অস্বীকার করে ২০১২ সালে আমাদের বিবাহ হয়।
আমাকে বলে বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে, আমি গরিব মানুষ কোথায় পাব টাকা আমার মা কাজ করে খায়, খুব কষ্টে দিন যায় তারপরও সে বোঝেনা আমাকে বলে টাকা এনে দিতে।
দিতে পারিনা এই কারণে আমাকে মারধোর করে আমাকে ভরণপোষণ দেয় না, খুব নির্যাতন করে প্রতিদিন, আমি একটা মেয়ে মানুষ হয়ে কি করবো কোথায় যাবো আমি আইনের কাছে এর একটা বিচার চাই।
আপনার মতামত লিখুন :