নিজস্ব প্রতিবেদক ->>
রাজধানীর ফার্মগেটের পুর্বপাশ্বে কর্মরত তেজগাঁও ট্রাফিক বিভাগের টিআই সিরাজের বিরুদ্ধে ফুটপাতে তোলাবাজির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ফুটপাত হকারদের অভিযোগে জানা গেছে, টিআই সিরাজ এখানে যোগদানের পর থেকেই হকারদের কাছে ফুটপ্রতি ২/৩শ টাকা চাঁদা দাবি করে আসছে।
তার অব্যহত চাঁদাদাবীর প্রেক্ষিতে ইতোমধ্যেই গিয়াস, সিরাজ ও ফজর আলী তাদের ফুট দোকান বন্ধ করে রেখেছে। চা বিক্রেতা রতন দৈনিক পাঞ্জেরীর এ প্রতিবেদক বলেন, টিআই সিরাজ সাহেব বলেছেন, তার সাথে কথাবার্তা ফাইনাল না করে যেন ফুটে দোকান না করে। রতনের কাছে টিআই’র দাবী প্রতিদিন ৩শ টাকা। রতনের কথা বানীবদ্ধকৃত।
এ ব্যাপারে টিআই সিরাজের বক্তব্য জানতে চেয়ে তার মোবাইলে রিং দিলে তিনি এই প্রতিবেদকের সাথে অসৌজন্যমুলক আচরন করেন এবং যা পারেন লিখে দেন।আপনার মত কত সাংবাদিক দেখলাম! বলে দম্ভোক্তি করেন।
প্রশ্ন উঠেছে, ট্রাফিকের দায়িত্ব কি ফুটপাত হকারদের থেকে তোলাবাজির? এই টিআই সিরাজের ক্ষমতার উৎস কোথায়?
বাংলাদেশ পুলিশের ভাবমুর্তি রক্ষায় বিষয়টি ডিএমপি কমিশনার গুরুত্ব সহকারে খতিয়ে দেখা উচিত বলে বিজ্ঞমহল মনে করেন।
আপনার মতামত লিখুন :