রাজশাহী প্রতিনিধি ->>
রাজশাহীর গোদাগাড়ীতে এক কেজি হেরোইনসহ এক মাদক কারবারিকে জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন অধিদপ্তরের রাজশাহী গোয়েন্দা শাখার পরিদর্শক পারভীন আক্তার।
গ্রেপ্তারকৃত খাদেমুল ইসলাম তোতা (৪০) গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ি মহল্লার ফকিরপাড়ার বাসিন্দা।
পারভীন আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী তোতার মহিশালবাড়ির বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার ঘরের একটি খাটের তোষকের নিচে বাজারের ব্যাগের ভেতরে লুকিয়ে রাখা অবস্থায় হেরোইনের ১০টি প্যাকেট উদ্ধার হয়। উদ্ধারকৃত হেরোইনের মোট ওজন ১ কেজি। এর আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা।
তিনি আরও জানান, আগেও তোতা হেরোইনের দুই কেজির চালান নিয়ে ধরা পড়েছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলাও আছে। তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :