ArabicBengaliEnglishHindi

রাজশাহীতে কাঁচা আমের জিলাপি তৈরি, রসগোল্লাকে ২৫ হাজার টাকা জরিমানা


প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২২, ৮:২৮ অপরাহ্ন / ৬১
রাজশাহীতে কাঁচা আমের জিলাপি তৈরি, রসগোল্লাকে ২৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক ->>
রাজশাহীতে কাঁচা আমের জিলাপি তৈরি করে আলোচনায় আসা মিষ্টান্ন প্রতিষ্ঠান রসগোল্লাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে অভিযান পরিচালনা করে এ জরিমানা করে ভোক্তা অধিকারের জেলা কার্যালয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের রাজশাহী বিভাগের সহকারী বিভাগীয় কর্মকর্তা মো. হাসান আল মারুফ।

তিনি রসগোল্লাকে জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোক্তা অধিকারের কর্মকর্তা হাসান আল মারুফ জানান, ক্রেতাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে রসগোল্লায় বানানো কাঁচা আমের জিলাপির দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা গেছে এখানে কাঁচা আমের জিলাপির কথা বলা হলেও পুরোপুরি কাঁচা আম দিয়ে এ জিলাপি তৈরি হয় না। আটার সঙ্গে ফুড গ্রেড রং ও আমের সুগন্ধি মিশিয়ে এ জিলাপি তৈরি করা হচ্ছে, যা ভোক্তাদের সঙ্গে প্রতারণা। এজন্য প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এর আগে সবুজ রঙের কাঁচা আমের জিলাপি তৈরি করে আলোচনায় আসে মিষ্টান্ন প্রতিষ্ঠান রসগোল্লা। প্রতিদিনই ক্রেতা বাড়তে থাকে। তবে জিলাপিতে কাঁচা আমের স্বাদ পাচ্ছিলেন না বলে অভিযোগ করেন ক্রেতারা।