ArabicBengaliEnglishHindi

রাজশাহী তানোরে কলেজছাত্রকে আটকে বিয়ের আয়োজন, মুচলেকায় ছাড়


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০২২, ৩:৫৮ অপরাহ্ন / ১০৩
রাজশাহী তানোরে কলেজছাত্রকে আটকে বিয়ের আয়োজন, মুচলেকায় ছাড়

সৈয়দ আ:হালিম (রাজশাহী )->>

রাজশাহীর তানোরে এক কলেজছাত্রকে ৩ দিন ধরে ঘরে আটকে রেখে জোরপূর্বক বিয়ের আয়োজন করেছে ১৬ বছরের এক তরুণী। তবে, তাঁর সব আয়োজন বিফলে গেছে। অবশেষে মুচলেকা দিয়ে বিয়ে বন্ধ করা হয় বলে জানিয়েছেন তানোর পৌরসভার প্যালেন মেয়র আরব আলী।

এতো সব আয়োজনে সহায়তা করে পকেট ভরেছেন মুনজুর নামের এক ওয়ার্ড কাউন্সিলর। ১১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তানোর পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের আকচা ভক্তিপুর মহল্লায়।

তথ্যানুসন্ধানে জানা গেছে, গত (৯ ফেব্রুয়ারী) বুধবার বিকেলে কলেজ পড়ুয়া ছাত্র মারুফ হোসেন (১৮) তানোর পৌর এলাকার আকচা ভক্তিপুর মহল্লায় বন্ধু রাকিবের বাড়িতে বেড়াতে আসে। খবর পেয়ে রাকিবের বাড়িতে ওই প্রেমিক তরুণী মারুফের সঙ্গে দেখা করতে যায়।

পরে ওই তরুণী প্রতিবেশি দ্বারা কৌশলে তাকে তুলে নিয়ে তাঁর বাড়িতে আটকে রাখে বলে জানায় মারুফ। মারুফের বাড়ি তানোর উপজেলার পাঁচন্দর ইউপির কচুয়া মোহাম্মাদপুর দক্ষিণপাড়া গ্রামে। তাঁর পিতার নাম তোফাজ্জুল হোসেন।