ArabicBengaliEnglishHindi

রাজশাহী বাগমারার ভবানীগঞ্জে ভাই ভাই হোটেল ও মুদি ব্যবসায়ীর জরিমানা


প্রকাশের সময় : মার্চ ৮, ২০২২, ৮:২৬ অপরাহ্ন / ১০৮
রাজশাহী বাগমারার ভবানীগঞ্জে ভাই ভাই হোটেল ও মুদি ব্যবসায়ীর জরিমানা

সৈয়দ আ:হালিম রাজশাহী ->>

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজারে মঙ্গলবার সকালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে।

অপরিচ্ছন্ন পরিবেশে জিনিসপত্র বিক্রয়ের পাশাপাশি মেয়াদ উর্ত্তীণ পানিয় বিক্রয়ের দায়ে ভাই ভাই হোটেলের ১২ হাজার টাকা এবং মকছেদ আলী নামের আরেক মুদি ব্যবসায়ীর ৩ হাজার টাকা জরিমানা আদায় করে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

বাজার তদারকিমুলক অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন রাজশাহী জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী।

এ সময় উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আশরাফুল ইসলাম। বাজার তদারকীমূলক এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান রাজশাহী জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী।