ArabicBengaliEnglishHindi

রাজশাহী বিভাগে করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ৮৯১


প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২২, ১০:৫০ অপরাহ্ন / ১২০
রাজশাহী বিভাগে করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ৮৯১

সৈয়দ আ: হালিম মোহনপুর প্রতিনিধি রাজশাহী ->>

রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৮৯১ জনের। নমুনা পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ৪৩ দশমিক ৮৯। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৫৫ দশমিক ২৭। মহামারি শুরুর পর এটিই এক দিনে সর্বোচ্চ শনাক্তের হার।
আজ রোববার ‌দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জন রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট ও বগুড়া জেলার বাসিন্দা। করোনায় এর আগে গত বছরের ১৬ সেপ্টেম্বর সর্বশেষ ৪ জনের মৃত্যু হয়েছিল। এই ৪ জন নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭০৫। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৮৯১ জনের। এ সময় নমুনা পরীক্ষা হয়েছে ২ হাজার ৩০ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের রাজশাহী জেলায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হারও বেশি। ২৪ ঘণ্টায় রাজশাহী জেলায় ৬২৪ জনের নমুনা পরীক্ষায় ৩৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৬০ দশমিক ৪২। চাঁপাইনবাবগঞ্জে ১০৬ জনের নমুনা পরীক্ষায় ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে; সংক্রমণের হার ৪৩ দশমিক ৪০। নাটোরে ১৩৮ জনের নমুনা পরীক্ষায় ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে; সংক্রমণের হার ৪৫ দশমিক ৬৫। নওগাঁয় ৭৪ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা শনাক্ত; সংক্রমণের হার ৫২ দশমিক ৭০। পাবনায় ৫১৭ জনের নমুনা পরীক্ষায় ১৫০ জনের করোনা শনাক্ত হয়েছে; সংক্রমণের হার ২৯ দশমিক শূন্য ১।
সিরাজগঞ্জে ৮৮ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে; সংক্রমণের হার ৩৯ দশমিক ৭৭। বগুড়ায় ৩৪৩ জনের নমুনা পরীক্ষায় ১৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে; সংক্রমণের হার ৩৯ দশমিক ৬৫। জয়পুরহাটে মাত্র ১৪০ জনের নমুনায় পরীক্ষায় ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে; সংক্রমণের হার ৩২ দশমিক ১৪।
রাজশাহী বিভাগে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ১২ এপ্রিল। তার পর থেকে বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৯৯ জন। বিভাগে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৮ হাজার ২৮৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ জন। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৭১১ জন। অন্যরা হাসপাতালের বাইরে চিকিৎসা নিয়েছেন।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাবিবুল আহসান তালুকদার বলেন, গত কয়েক মাসের মধ্যে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বেড়ে গেছে। করোনার উপসর্গ দেখা দিলে পরীক্ষা করাতে হবে। প্রয়োজনে হাসপাতালে ভর্তি হতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।