ArabicBengaliEnglishHindi

রামুতে নদীতে গোসল করতে গিয়ে এক পরিবারের দুই মেয়ে নিহত


প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২২, ৯:২০ অপরাহ্ন / ২৪৪
রামুতে নদীতে গোসল করতে গিয়ে এক পরিবারের দুই মেয়ে নিহত

মোহাম্মদ হাসান কক্সবাজার ->>

কক্সবাজারের রামুতে বাঁকখালী নদীতে একই পরিবারের দুই মেয়ের মৃত্যু।

এদিকে প্রত্যাখদর্শী রামু ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরী পাড়ার বাসিন্দা মৌলবী জাফরের সাথে কথা বলে জানা যায়।

খন্দকার পাড়ার আব্দুল করিমের দুই মেয়ে সকাল ১১ টায় নদীতে গোসল করতে নেমে তাসফিয়া মনি (৭) দৃপ্তি মনি ( ৪) সাতার না জানার কারণে পানির গভীরে গেলে ডুবে যায়। এলাকার লোকজন নদী থেকে দুপুর ১ টার দিকে তাদের লাশ দু’টি উদ্ধার করে নদীর কূলে নিয়ে আসে।