ArabicBengaliEnglishHindi

রূপের রাজা সারা বাংলা- মোঃ মামুন মোল্যা


প্রকাশের সময় : জুলাই ২০, ২০২২, ৮:৫৪ অপরাহ্ন / ৮৭
রূপের রাজা সারা বাংলা- মোঃ মামুন মোল্যা

রূপের রাজা সারা বাংলা
মোঃ মামুন মোল্যা

আমাদের জন্মভূমি পরশ পাথরের বাংলাদেশ,
সুজলা সুফলা শস্য শ্যামলা সম্বলে নেই কোনো শেষ।

গ্রীষ্ম রুদ্র শুষ্কে প্রকৃতি প্রাণহীন চৌচির চিত্ত,
পুষ্পের সু-গন্ধে ঝড়-বৃষ্টি ছন্দে সৃষ্টি হয় শান্ত।

বর্ষার বর্ষণে নহি-খাল বিল উদক ঝিলমিল,
লগ্নে কদম,কেয়া,জুঁই গন্ধরাজ গন্ধে ভরে দিল।

অপরূপ রূপে শিউলি বকুল শরতে আগমন,
স্নিগ্ধ জ্যোৎস্নায় নীল আকাশ দর্শনে স্বপ্ন জাগে সিহরণ।

ভোরের হিমেল হাওয়া তৃণ পল্লবে ভীরু স্পর্শ হেমন্তের দান,
চাষির রিক্ত মন্ত্র বিদায় শেখায় ফসল কাটার গান।

কাঙ্গাল বস্ত্রহীন শীতে কায়া থর থর শস্য মাঠে,
ঘরে ঘরে বধূ রা খেজুর রসে ভেজাই চিতাই পিঠে।

বসন্তে প্রকৃতি যৌবনা পুষ্পে সুমিষ্ট গন্ধে উদার চিত্ত আনমনা,
কোয়েলের কুহুতানে আকাশ-বাতাস মুখরিত কবির হৃদ মানে না।

অপূর্ব প্রকৃতির দেশ তোমায় যখন নয়ন মেলে দেখে,
স্মৃতির প্রীতি ফাঁদে পড়ে কবি কবিতা লেখে।