ArabicBengaliEnglishHindi

র‌্যাবের অভিযানে আনোয়ারায় দেশীয় অস্ত্রসহ ইয়াবা উদ্ধার


প্রকাশের সময় : অগাস্ট ৪, ২০২২, ৬:০৪ অপরাহ্ন / ৮৩
র‌্যাবের অভিযানে আনোয়ারায় দেশীয় অস্ত্রসহ ইয়াবা উদ্ধার

আনোয়ারা প্রতিনিধি ->>
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি ২টি ওয়ান শুটার গান, ২টি কার্তুজ এবং ২৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭।

 

 

গত সোমবার রাত ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার ভুরুঙ্গছড়া এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির কাছে ঝোপের মধ্যে একটি প্লাস্টিকের বস্তা থেকে এসব অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়।বুধবার র‌্যাব-৭ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক ( মিডিয়া) নুরুল আবসার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল আনোয়ারায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরি এসব অস্ত্র ও ইয়াবা উদ্ধার করেন। উদ্ধারকৃত অস্ত্র এবং ইয়াবা সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।