লালমনিরহাট প্রতিনিধি ->>
লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার ৬নং গোড়ল ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ৯কেজি গাঁজা উদ্ধার করেন কালীগঞ্জ থানার গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
গত(১৭ই এপ্রিল)২০২২ইং লালমনিরহাট জেলার সহকারী পুলিশ সুপার বি- সার্কেল তাপস সরকারের তত্ত্বাবধায়নে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)এ টি এম গোলাম গোলাম রসুল, আই জিপি ব্যাজপ্রাপ্ত এর নেতৃত্বে গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রর অফিসার ইনচার্জ(ওসি)এসআই মোঃ শামছুল হক ও এএসআই মোঃ মাইদুল ইসলাম, ও সঙ্গীয় ফোর্স সহ কালীগঞ্জ থানাধীন ৬নং গোড়ল ইউনিয়নের সেবকদাস মৌজায় বিশেষ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রহিদুল ইসলাম ওরফে শুল্লুত(৩০),বাড়ি থেকে পালিয়ে যায়। পরে পলাতক আসামীর বসতবাড়ী হইতে ০৯ কেজি গাঁজা উদ্ধার করেন গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
পলাতক আসামী মোঃ রহিদুল ইসলাম ওরফে শুল্লুত(৩০),পিতা-মোঃ মুজিবর রহমান,মোঃ শরিফুল ইসলাম(২২),পিতা-মোঃ লিটন মিয়া, উভয় সাং-সেবকদাস থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট।পরবর্তী পলাত আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা হয় -মামলা নং-৩৪, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯ (ক)/৪১ রুজু করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) এ টি এম গোলাম গোলাম রসুল, আই জিপি ব্যাজপ্রাপ্ত, জানান গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার ৬নং গোড়ল ইউনিয়নের সেবকদাস মৌজা হইতে বিশেষ অভিযান চালিয়ে ৯কেজি গাঁজা উদ্ধার করেন কালীগঞ্জ থানার গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
আপনার মতামত লিখুন :