বিনোদর প্রতিবেদক ->>
সম্প্রতি প্রকাশ পেলো তরুন জনপ্রিয় সঙ্গীত শিল্পী লিলিন মুন ও শাহরিয়ার রাফাতের ‘রসিক ভ্রমর আইলো না’ শিরোনামে একটি আইটেম গান। শাহরিয়ার রাফাতের কথা সুর সঙ্গীতে গানটি নির্মাতা এলেন টিটুর পরিচালনায় ‘ডিজে জরিনা’ নামক নাটকের জন্য তৈরী করা হয়েছে। ৬ অক্টোবর উই ড্রামা নামক প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় তার এই গানটি।
এ প্রসঙ্গে গানটির সঙ্গীত পরিচালক শাহরিয়ার রাফাত বলেন, গানটি অনেক যত্ন নিয়ে কাজ করেছি। সঙ্গীত শিল্পী লিলিন মুনের চমৎকার গায়কীতে গানটি ফুটে উঠেছে। আশা করি গানটি সবার মন ছু্ঁয়ে যাবে।
গানটির সঙ্গীত শিল্পী লিলিন মুন এবং রাফাত বলেন, আমরা আমাদের জনরা থেকে একটু ভিন্ন ধাঁচের আইটেম গান করেছি এই প্রথম। জানিনা শ্রোতারা কিভাবে নিবেন। তবে আমরা আমাদের চেষ্টার কোন ত্রুটি রাখিনি। আশা করি গানটি সবার ভালো লাগবে।
উল্লেখ্য, লিলিন মুনের এটাই প্রথম কোন নাটকের জন্য আইটেম গানে কন্ঠ দেয়া। এর আগে তার সলো, মিক্সড, সিঙ্গেলস গান প্রকাশিত হয়েছে বিভিন্ন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সময়ে। যেখানে আধুনিক, রোমান্টিক, ফোক ফিউশন গান প্রাধান্য পেয়েছে বেশী।
আপনার মতামত লিখুন :