ArabicBengaliEnglishHindi

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তানে ,ভারত,পাকিস্তান


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২২, ৬:৫৩ অপরাহ্ন / ১১৪
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তানে ,ভারত,পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক ->>
আফগানিস্তানে আবারও আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। বাংলাদেশ সময় সকাল ১০টা ১৬ মিনিটে ফয়জাবাদ শহরের কাছে আঘাত হানে এ ভূকম্পন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের আশকাশাম জেলা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২০৯ কিলোমিটার গভীরে।

ইউএসজিএস জানিয়েছে, আফগানিস্তান ছাড়াও শক্তিশালী এ ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তান, তাজিকিস্তানেও। ভারতের জম্মু-কাশ্মীর, দিল্লিতেও কম্পন অনুভূত হওয়ার কথা জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে, গত ১৭ জানুয়ারি আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৩ মাত্রার এক ভূমিকম্পে কমপক্ষে ২৬ জন নিহত হন। আহত হন আরও চারজন। বিধ্বস্ত হয় বহু ঘরবাড়ি।

আফগানিস্তানে প্রায়ই শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটে, বিশেষ করে হিন্দু কুশ পাহাড়ি এলাকায়। ২০১৫ সালে দেশটিতে ৭ দশমিক ৫ মাত্রার প্রবল শক্তিশালী ভূমিকম্পে প্রায় ২৮০ জনের মৃত্যু হয়েছিল।