ArabicBengaliEnglishHindi

শরীয়তপুর,সখিপুরে একটি কভারভ‍্যান উল্টে খাদে পরে একজন নিহত


প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২২, ৬:৪৯ অপরাহ্ন / ১৮১
শরীয়তপুর,সখিপুরে একটি কভারভ‍্যান উল্টে খাদে পরে একজন নিহত

সাদ্দাম হোসেন ->>

শরীয়তপুরের ভেদরগঞ্জ সখিপুর সড়কে মাছবাহী কভার ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ১জনের মৃত্যু হয়েছে, আজ (১১এপ্রিল) সোমবার  সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় কভারভ্যানটি ভেদরগঞ্জ  উপজেলার (মহিষখালি) ইউনিয়নের চরচান্দা বাজারের পচ্শিম পাশে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে ফেলে দেয়। এতে ঘটনাস্থলে মাছ বনকারী একজন নিহত হন ও কভারভ্যানে থাকা আরো একজন আহত হয়। আহত ব্যক্তি পুলিশের টের পেয়ে পালিয়ে যায়।   পরে ভেদরগঞ্জ ফায়ার সার্ভিস, সখিপুর থানা পুলিশ ও স্থানীয়রা লাশটি  উদ্ধার করে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায় চট্টমেট্রো -উ ১১-০০ -৬৫ নাম্বারের কভারভ্যানটি চট্টগ্রাম থেকে সামুদ্রিক মাছ নিয়ে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিল।

এবিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান হাওলাদার জানান,  চট্টগ্রাম থেকে আসা একটি  কভারভ্যানে মাছ ভর্তি করে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশ্য করে যাচ্ছিল। সখিপুরে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরন করি। কভারভ্যানে থাকা আহত একজন পালিয়ে যায়।