ArabicBengaliEnglishHindi

শিবচর থিয়েটারের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২২, ৮:৩৬ অপরাহ্ন / ৬৩
শিবচর থিয়েটারের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মীর ইমরান, (মাদারীপুর) ->>
মাদারীপুরে শিবচর উপজেলা ,শিল্পের বুননে আঁকি বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা এই স্লোগানকে সামনে রেখে শিবচর থিয়েটারের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শিবচর থিয়েটার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় শিবচর উপজেলা পরিষদ চত্বরে নূর ই আলম চৌধুরী অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চ নাটক অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, শিবচর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলাম, শিবচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সেলিম মিয়া, পৌর মেয়র মোঃ আওলাদ হোসেন খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, শিবচর উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস পাশাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।