ArabicBengaliEnglishHindi

শুরু হতে যাচ্ছে মসদই সুপার লীগ ফুটবল খেলা ২০২২ইং


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২২, ৫:২০ অপরাহ্ন / ৬৩
শুরু হতে যাচ্ছে মসদই সুপার লীগ ফুটবল খেলা ২০২২ইং

মোঃ সবুজ খান ->>
জমকালো আয়োজন মসদই জনকল্যাণ সংঘ আয়োজিত মসদই সুপার লীগ ফুটবল খেলা ২০২২ইং মসদই সুপার লীগ ফুটবল টুনামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

খেলায় অংশ নিচ্ছে হেভিওয়েট মসদই গ্রামের দুটি দল বন্ধু একাদশ বনাম ব্লাক লায়ন চ্যালেঞ্জাস। আগামী ০৯/০৯/২০২২ইংতারিখ।খেলাটি অনুষ্ঠিত হবে বিকাল ৪ টায় মসদই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।

উক্ত খেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব খান আহমেদ শুভ সংসদ সদস্য টাংগাইল ৭ মির্জাপুর। সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুর রহমান লস্করপ্রধান প্রকৌশলী (অবঃ) সড়ক ও জনপথ বিভাগ।

উদ্বোধক মোঃ সোলাইমান খান সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও চেয়ারম্যান ভূমি সংস্কার বোর্ড। সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ থাকবেন জনাব আলহাজ্ব মাহবুব আলম মল্লিক ( হুর মহল) সহ সভাপতি টাংগাইল জেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান ৭নং উয়াশী ইউনিয়ন পরিষদ।ও ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত সাধারণ সম্পাদক মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ।

আয়োজনে মসদই জনকল্যাণ সংঘ। আহবায়ক মোবারক উল্লা খান (টয়)। সভাপতি মসদই জনকল্যাণ সংঘ। সদস্য সচিব সুলতান আহমদ খান টিপু মেম্বার ৭ নং উয়াশী ইউনিয়ন পরিষদ ও সহ সভাপতি মসদই জনকল্যাণ সংঘ।

ঃ- বিশেষ আকর্ষণ থাকছে প্রতিটি দলে ৭ জন বিদেশি খেলোয়াড় অংশ গ্রহণ করবে।