ArabicBengaliEnglishHindi

শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: এমপি হেলাল


প্রকাশের সময় : মার্চ ২০, ২০২২, ৭:২৩ অপরাহ্ন / ৯৬
শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: এমপি হেলাল
স্টাফ রিপোর্টার ->>
জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রসহ সকল অপশক্তি রুখে দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে দেশ বলে মন্তব্য করেছেন নওগাঁ-৫ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল।
তিনি বলেন, এ দেশের মানুষের একমাত্র আস্থার প্রতীক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর মতো মৃত্যুভয়কে উপেক্ষা করে তার সুযোগ্য কন্যা সাহসী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতুসহ দেশের উন্নয়নে বড় বড় মেঘা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জাতিকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন- তা বর্তমান বিশ্বে রোল মডেল।
রবিবার সকালে উপজেলার ভবানীপুর বাজার প্রাঙ্গনে পবিত্র রমজান উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে ভর্তুকি মূল্য নিম্ন আয়ের মানুষের  নিকট সাশ্রয়ীমূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির ব্যক্তব্যে এমপি আনোয়ার হোসেন হেলাল এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে¡ এসময় উপস্থিত ছিলেন ১নং সাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মামুনুর রশীদ, ট্যাগ অফিসার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.সাইফুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মো.হাফিজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক সম্পাদিকা মোছা.সামসুন নাহার রনী, সাহাগোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.সামছুল আলম, সাধারণ সম্পাদক মো.মোফাজ্জল হোসেন সন্দেশ, ভবানীপুর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল গফুর খাঁন প্রমূখ।
উল্লেখ্য সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাই উপজেলায় ১০ হাজার ৮শত ৪০ জন সুবিধাভোগি এই সুবিধার পাবে। প্রথম কিস্তি পাবে ২০ থেকে ৩১ মার্চ এবং দ্বিতীয় কিস্তি পাবে ৩ থেকে ২০ এপ্রিলের মধ্যে।