ArabicBengaliEnglishHindi

শেরপুরের ঝিনাইগাতীতে ১৮টি পূজামন্ডপে আর্থিক অনুদান প্রদান করলেন এমপি একেএম ফজলুল হক চাঁন


প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২২, ১১:৪৫ অপরাহ্ন / ২৮৫
শেরপুরের ঝিনাইগাতীতে ১৮টি পূজামন্ডপে আর্থিক অনুদান প্রদান করলেন এমপি একেএম ফজলুল হক চাঁন

শেরপুর জেলা প্রতিনিধি ->>

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ১৮ টি পূজামন্ডপে ব্যক্তিগত ভাবে নগদ অর্থ প্রদান করলেন, শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন। ২ অক্টোবর রবিবার বিকেলে এ অর্থ প্রদান করেন তিনি।

এর আগে ঝিনাইগাতী শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। এসময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল সেন গুপ্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ।

এসময় আরো বক্তব্য রাখেন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালীসহ অন্যান্যরা। জানা যায়, এ বছর ঝিনাইগাতী উপজেলায় ১৮টি পূজা মন্ডপে পূজা উদযাপন হচ্ছে। প্রতিটি পূজা মন্ডপে ৩ হাজার ৫ শত টাকা করে মোট ৬৩ হাজার টাকা ব্যক্তিগতভাবে বিতরণ করেন এমপি ফজলুল হক চাঁন। এছাড়াও পূজামন্ডপগুলোতে সরকারী জিআর চাল দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পূজা মন্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।