ArabicBengaliEnglishHindi

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ চত্বরে আল্লাহু-মোহাম্মদ ক্যালিওগ্রাফির উদ্বোধন


প্রকাশের সময় : অগাস্ট ১৭, ২০২২, ৮:০৬ অপরাহ্ন / ৮৬
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ চত্বরে আল্লাহু-মোহাম্মদ ক্যালিওগ্রাফির উদ্বোধন

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি ->>
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ চত্বরে নির্মিত আল্লাহু-মুহাম্মদ ক্যালিওগ্রাফি এর শুভ উদ্বোধন করা হয়েছে।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

১৭ আগস্ট বুধবার দুপুরে ক্যালিওগ্রাফি শুভ উদ্বোধন করেন শেরপুর -৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এ.কে.এম ফজলুল হক (প্রকৌশলী)।

এসময় আরও উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোঃ ফারুক আল মাসুদ ও জেলা পরিষদের প্রশাসক মোঃ হুমায়ুন কবির, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃআবু তাহের, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃহুমায়ুন কবির, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আবদুল মান্নান, ঝিনাইগাতী আওয়ামী লীগ এর সভাপতি বিশ্বজিৎ, সাধারন সম্পাদক মিজানুর রহমান মিলন ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।