ArabicBengaliEnglishHindi

শেরপুরের শ্রীবরদীতে ফাঁসিতে ঝুলে এক গৃহবধূর মৃত্যু


প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২২, ৮:২১ অপরাহ্ন / ৮৬
শেরপুরের শ্রীবরদীতে ফাঁসিতে ঝুলে এক গৃহবধূর মৃত্যু

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি ->>
শেরপুর জেলার শ্রীবরদীতে সীমা আক্তার (২১) নামে এক গৃহবধূ গলায় ফাঁসিতে ঝুলে থাকা লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

শ্রীবরদি উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের আশ্বিয়াকান্দা গ্রামের স্বামীর বাড়ি থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত সীমা আক্তার ওই গ্রামের নুর ইসলামের ছেলে অটো চালক জুয়েল মিয়ার স্ত্রী।

পারিবারিক কলহের জের ধরে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করেছে স্থানীয়রা।

জানা যায় গত ৪/৫ বছর আগে পাশ্ববর্তী বীরবান্ধা গ্রামের মুজাফফর আলীর মেয়ে সীমা আক্তারের সাথে বিয়ে হয় নুর ইসলামের ছেলে জুয়েল মিয়ার।

তাদের সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হয়। সম্প্রতি স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে কলহ চলছিল।
এরই জের ধরে ও বুধবার সকালে তার শাশুড়ীর সাথে কথা কাটাকাটি হয় ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।

পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন, তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।