ArabicBengaliEnglishHindi

শেরপুরের শ্রীবরদীতে বিশ্ব হাতি দিবস পালিত হয়


প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০২২, ৬:১৪ অপরাহ্ন / ৮১
শেরপুরের শ্রীবরদীতে বিশ্ব হাতি দিবস পালিত হয়

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি ->>
শেরপুরের শ্রীবরদীতে র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব হাতি দিবস ২০২২ পালিত হয়েছে।

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

১২ আগস্ট শুক্রবার দুপুরে ময়মনসিংহ বন বিভাগ, বন অধিদপ্তর,পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে যৌথ আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেরপুর জেলায় হাতির আবাসস্থল শ্রীবরদী পাহাড়ি এলাকায় বালিজুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.ডি. এম শহিদুল ইসলাম।

এর আগে বালিজুরি বাজার থেকে একটি র‍্যালী বের হয়ে আশেপাশের এলাকায় প্রদক্ষিণ শেষে বালিজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে সমবেত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারের সভাপতিত্বে এবং ডুমুর তলা বিট অফিসার আশরাফুল ইসলাম আলম খানের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা এ.কে. এম রহুল আমিন,আরও উপস্থিতি ছিলেন রানীশিমুল ইউপি সদস্য ফখরুজ্জামান, বালিজুরি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম ও রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ সহ এলিফ্যান্ট রেসপন্স টিম সদস্যগন, আদিবাসী নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।