ArabicBengaliEnglishHindi

শেরপুর অফিসিয়াস রক্ত দান সংস্থা সংগঠনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়


প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২২, ১১:৪৮ পূর্বাহ্ন / ৬৪০
শেরপুর অফিসিয়াস রক্ত দান সংস্থা সংগঠনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়

মিজানুর রহমান ->>
শেরপুর অফিসিয়াস রক্ত দান সংস্থা অত্র সংগঠন এর নব কমিটি গঠন উপলক্ষে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন- ২০২২।

 

 

শেরপুর অফিসিয়াল রক্ত দান সংস্থা একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংস্থা দীর্ঘদিন ধরে এ সংগঠন জনসাধারণের মানবসেবায় কাজ করে আসছে।
এ সংগঠনের সার্বিক সহযোগীতায় উত্তরা স্পেশালাইজড হাসপাতাল কাজ করে আসছে।

শেরপুর সরকারি মহিলা কলেজ পাঙ্গণে সকাল ১০.০০টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত ফ্রি কর্মসূচি পালিত হয়।

উক্ত কর্মসূচিতে প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেব তুষ কুমার (প্রিন্সিপাল) শেরপুর সরকারি মহিলা কলেজ। আরও উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক মুরাদ হোসেন ও অধ্যাপক আসাদ আহমেদ ও কলেজের অন্যান্য কর্মকর্তাগণ।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

অফিসিয়াস রক্ত দান সংস্থা সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব, মাহবুব ইবনে ফরহাদ, পরিচালক ও সভাপতি জনাব, সেলিম রেজা, ,উপদেষ্টা পরিচালক আলিফ হাসান, সাধারণ সম্পাদক নুরজাহান আহমেদ, ল্যাব টেকনোলজিষ্ট ও যুগ্ম সাধারণ সম্পাদক জনাব,রকিবুল ইসলাম।সাংগঠনিক সম্পাদক ফারদিন পরশ,অর্থ বিষয়ক সম্পাদক জনাব,আল-আমিন ইসলাম রাহাদ,যুগ্ন সাধারণ সম্পাদক ,লাবনী আক্তার,জনাবা, যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন সানিয়া ,মহিলা বিষয়ক সম্পাদক জনাবা,শাহানাজ আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক জনাব,যুথি তালুকদার,তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক জনাব,রুপক ইসলাম।এ ছাড়াও সংগঠনের বিভিন্ন পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।