ArabicBengaliEnglishHindi

‘শেষ হইয়াও হইলো না শেষ’শাকিব-বুবলী রহস্য


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২২, ১০:৩৫ অপরাহ্ন / ৮৬
‘শেষ হইয়াও হইলো না শেষ’শাকিব-বুবলী রহস্য

বিনোদন প্রতিবেদক ->>
শাকিব খান-বুবলীর প্রেম, বিয়ে ও সন্তান নিয়ে যে রহস্য তৈরি হয়েছিল আজ তার অনেকটাই খোলাসা হয়েছে দুজনের দেওয়া এক ফেইসবুক স্ট্যাটাসে। তারপরও রয়ে গেছে কিছু প্রশ্ন। প্রশ্নগুলো ভেসে বেড়াচ্ছে অর্ন্তজালে।

সন্তানের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন শাকিব খান-বুবলী দুজনেই। তবে কবে, কোথায় তাদের বিয়ে হয়েছে এবং তারা বর্তমানে একসঙ্গে থাকছেন কিনা এ বিষয়ে দুজনের কেউই কিছু বলেননি। ফলে সোশ্যাল মিডিয়ায় নানান গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

শাকিব খান দুদিন আগে তার প্রথম সন্তান আব্রাম খান জয়ের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানান। সেদিনই বুবলী নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করেন। আজ তিনি জানালেন তার সন্তানের বাবার নাম।

এদিকে এ খবর প্রকাশ্যে আসার পর শাকিব খান ও শবনম বুবলীর ঘনিষ্ঠ একাধিক সূত্র থেকে জানা গেছে বর্তমানে একসঙ্গে থাকছেন না দুজন। তাদের দাবি শাকিব-বুবলীর বিচ্ছেদ হয়ে গেছে।

যদিও এই দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি জানতে শাকিব-বুবলীর মোবাইল ফোনে কল করে তাদের পাওয়া যায়নি। ফলে শাকিব-বুবলীর ভক্তরা বলতেই পারেন- রহস্যের শেষ হইয়াও হইলো না শেষ।