ArabicBengaliEnglishHindi

শ্বশুরবাড়ির নির্যাতনে ভেঙে গেল জাহিদের সংসার


প্রকাশের সময় : মে ১১, ২০২২, ১:০৮ অপরাহ্ন / ২৪৫
শ্বশুরবাড়ির নির্যাতনে ভেঙে গেল জাহিদের সংসার

আমিনুল হাসান ->>

খুলনা জেলা খালিশপুরে অত্যাচার নির্যাতনের শিকার তাই অভিযোগ উঠেছে।

আমাকে আমার শশুর শাশুড়ি অনেক অত্যাচার করে, আমার বিয়ে হয়েছে সাত মাস, এই পর্যন্ত আমার স্ত্রীকে তার বাড়িতে ২০ বার নিয়ে গেছে।

এ কথা জিজ্ঞেস করলে আমাকে বলে তুই এসে আমার বাড়িতে থাক ঘর জামাই হিসেবে, সেটা আমি মেনে নিতে পারছি না,

এই কারণে আমাকে নানান ধরনের কথা অভিযোগ মেরে ফেলা কথা বলতেছে, আমার শ্বশুরবাড়ি খালিশপুর গাপতলা মোর রেল লাইনের পাশে,

আমার বাড়ি খালিশপুর পিপলস 5 তলা কলোনি, এর আগে আমাকে অনেক মানুষ দিয়ে অপমান মারধর করেছে, আমাকে বলতেছে তুই আমার বাড়ি ঘর জামাই এসে থাকবি,

না হলে তোর পরিনাম খারাপ হবে আমার মেয়ে তোর কাছে দিব না, আমি একটা অসহায় ছেলে দিন আনি দিন খায় এর ভিতর পাঁচ অক্ত নামাজ কায়েম করি,

যেহেতু আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে তারা আমাকে মেরে ফেলতে পারে,

এই কারণে আমি আপনাদেরকে বলে যাচ্ছি আমার মৃত্যুর জন্য তারাই দায়ী থাকবে, আমি আইনের কাছে এর বিচার চাই।