ArabicBengaliEnglishHindi

শ্রীপুরে ট্রাকের চাপায় নিহত ১, আহত ২


প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২২, ৫:২০ অপরাহ্ন / ৬৫
শ্রীপুরে ট্রাকের চাপায় নিহত ১, আহত ২
মাগুরা প্রতিনিধি ->>
মাগুরার শ্রীপুরে শুক্রবার সকাল ৯:৩০ টার দিকে খামারপাড়া মাদ্রাসা মোড় এলাকায় ট্রাকের চাপায় দিগ্বিজয় সাধু (৫৫) নামের একজন প্রান হারায়। নিহত দিগ্বিজয় সাধু শ্রীপুরের ৩নং শ্রীকোল ইউনিয়নের খামারপাড়া গ্রামের মাঝিপাড়ায় বসবাস করতেন।
এ সময় আরো ২ জন আহত হন। আহত জামিরুলকে (ইজিবাইক চালক) প্রাথমিক চিকিৎসার পর বাসায় নেওয়া হয়েছে। ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়।