ArabicBengaliEnglishHindi

শ্রীমঙ্গলে মশক নিধন কর্মসূচির উদ্বোধন


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৯, ২০২২, ৫:৪৬ অপরাহ্ন / ১০৯
শ্রীমঙ্গলে মশক নিধন কর্মসূচির উদ্বোধন

মারুফ আহমেদ  (মৌলভীবাজার জেলা প্রতিনিধি )

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার পৌরসভা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন অনুষ্টিত হয়। শনিবার  দুপুর ১২ টায়  শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মোঃ মহসিন মিয়া মধু মশক নিধন কর্মসুচির উদ্ধোধন করেন।  শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ডের কালীঘাট রোড চৌমোহনা থেকে মশক নিধন কার্যক্রম শুরু করা হয়। পৌর মেয়র মো. মহসিন মিয়া মধু মশক নিধন কার্যক্রম উদ্ধোধন করে বলেন, আজ থেকে আমরা এ কার্যক্রম শুরু করেছি। পর্যায় ক্রমে শ্রীমঙ্গল পৌরসভার ৯টি ওয়ার্ডে এই কার্যক্রম চালানো হবে।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, ২নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ, সংরক্ষিত নারী কাউন্সিলর মোছাঃ তানিয়া আক্তারসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।