শোবিজ ডেস্ক ->>
সম্প্রতি দেশের ৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’ নামের সিনেমাটি। ইতোমধ্যে ট্রেলার প্রকাশ করে সিনেমাটি দর্শকদের নজড় কেড়েছে। চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী ও আদর আজাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন নবীন মডেল ও অভিনেতা আসিফ আহমেদ খান৷
এ প্রসঙ্গে আসিফ বলেন, এই সিনেমায় দর্শক আমাকে একজন তরুণ শিল্পপতির চরিত্রে দেখতে পাবে। সিনেমায় বুবলীর স্বামী আমি। নিজ পরিশ্রমে সমাজে একটি অবস্থান তৈরি করেছি। পেশা ক্ষেত্রে সফল হলেও ব্যক্তিগত জীবনে অসফল। খুব সহজেই সব জায়গায় জয়ী হলেও বিবাহিত জীবনে ব্যর্থ হই। পর্দায় এমনই একটি গল্প দেখতে পাবেন দর্শক।
তিনি আরো বলেন, আমার শতভাগ চেষ্টা ছিল চরিত্রের মাঝে ডুবে যাওয়া। প্রথম দিন দর্শকদের অভূতপূর্ব সারা পেয়েছি। প্রথমদিন বৈরী আবহাওয়ার মধেও সিনেমাহলগুলোতে ‘তালাশ’ দেখতে প্রচুর দর্শক সমাগম হয়েছে। তারা আমাকে গ্রহণ করছেন তারজন্য দর্শকদের কাছে আমি কৃতজ্ঞ।
আপনার মতামত লিখুন :