ArabicBengaliEnglishHindi

সখিপুরে শহীদ শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টূর্নামেন্ট শুরু


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৫, ২০২২, ১:১৮ অপরাহ্ন / ১৩৭
সখিপুরে শহীদ শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টূর্নামেন্ট শুরু
ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি ->>
শরীয়তপুরের সখিপুরে পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি’র সাবিক সহযোগিতায় এবং সখিপুর থানা ছাত্রলীগের আয়োজনে শহীদ শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টূর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) সকালে হাজ্বী শরীয়তউল্যাহ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ টূর্নামেন্টের উদ্বোধন করা হয়।
সখিপুর থানা ছাত্রলীগের সভাপতিত্বে সোমেল সরদারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, সখিপুর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, সখিপুর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার, আওয়ামীলীগের সহ-সভাপতি কহিনুর সুলতানা দোলা, যুগ্ম সাধারণ সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার, হাজ্বী শরীয়তউল্যাহ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আবুল বাশার আল আজাদ, কাঁচিকাটা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান, সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাব্বির মাদরব, শরীয়তপুর জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাশেদ উজ্জামান, সখিপুর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক রাসেল আহম্মেদ পলাশ, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় উপ-বিজ্ঞান সম্পাদক ইকবাল হোসেন সিপন সিকদার, সখিপুর থানার সাধারন সম্পাদক ইমরান বেপারী প্রমূখ।
উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন, ৯নং ওয়ার্ড ক্রিকেট একাদশ ও সখিপুর স্পোর্টিং ক্লাব। এতে সখিপুর স্পোর্টিং ক্লাবকে ১০৩ রানে হারিয়ে বিজয়ী হয় ৯নং ওয়ার্ড ক্রিকেট একাদশ।