ArabicBengaliEnglishHindi

সপরিবারে ওমরাহ পালনে সৌদি আবর যাচ্ছেন উপমন্ত্রী এনামুল হক শামীম 


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২২, ১১:২১ অপরাহ্ন / ১৬৬
সপরিবারে ওমরাহ পালনে সৌদি আবর যাচ্ছেন উপমন্ত্রী এনামুল হক শামীম 
সাদ্দাম হোসেন,ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি ->>
সপরিবারের পবিত্র ওমরাহ হজ্ব পালন করতে সৌদি আরব গমনের উদ্দেশ্য দেশত্যাগ করেছেন, পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি।
সোমবার (২১ ফেব্রুয়ারী) বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি বিমানে বিকাল সাড়ে ৫ টার ফ্লাইটে
সৌদি আবর রওনা হয়েছেন বলে পারিবারিকসূত্রে জানাগেছে।
এই সফরে উপমন্ত্রীর সঙ্গে রয়েছেন, তাঁর বাবা প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মিয়া, স্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক উপ কমিটির সদস্য তাহমিনা খাতুন শিলু, ভাই মেজর জেনারেল একেএম আমিনুল হক স্বপন, স্বাচিপের বিজ্ঞান সম্পাদক ডা. আশ্রাফুল হক সিয়াম, বোন শামীম আরা হক কাকলী ও ভগ্নিপতি এহসানুল হক রিজন।
এদিকে, উপমন্ত্রী এনামুল হক শামীম এজন্য সকলের দোয়া চেয়েছেন।