ArabicBengaliEnglishHindi

সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে পিতা পুত্রের মৃত্যু


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২২, ১১:০৬ পূর্বাহ্ন / ৩৯
সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে পিতা পুত্রের মৃত্যু

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি ->>

জামালপুরের সরিষাবাড়িতে সেচ পাম্পের ছেড়া তার জোড়া দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পিতা পুত্রের মৃত্যু হয়েছে। নিহত পিতার নাম ইনতাজ আলী (৬০) ও পুত্রের নাম ফিরোজ আলম (২২)।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সরিষাবাড়ি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দ নগর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানান, শুক্রবার উপজেলার পোগলদিঘা ইউনিয়ন গোবিন্দ নগর গ্রামে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিলো। ওই অবস্থায় দুপুর ১২টার দিকে বাড়ির পাশের ধান ক্ষেতে নিজের সেচ পাম্পের ছেড়া তার মেরামত করতে যায় ফিরোজ আলম। মেরামতের একপর্যায়ে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পরে যায়। ওই সময় পুত্র ফিরোজ আলমকে মাটিতে পড়ে থাকতে দেখে বাবা ইনতাজ আলী তাকে তুলতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা বাবা ও ছেলের মৃতদেহ উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক বলেন, ছেলেকে বাঁচাতে গিয়ে দুইজনেরই মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।