ArabicBengaliEnglishHindi

সাঁথিয়ায় লিভার সিরোসিস আক্রান্ত সালাউদ্দীনের বাঁচতে চাই


প্রকাশের সময় : জুলাই ২০, ২০২২, ৭:২৭ অপরাহ্ন / ৩৩৮
সাঁথিয়ায় লিভার সিরোসিস আক্রান্ত সালাউদ্দীনের বাঁচতে চাই

সাঁথিয়া প্রতিনিধি ->>

পাবনার সাঁথিয়া উপজেলা পৌর এলাকার চোমরপুর গ্রামের দিন মজুরি কৃষক মোঃআলী আকবারের ছেলে মোঃ সালাউদ্দিন(১৮) দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিস হয়ে মৃত্যর সাথে পান্জা লরাচ্ছে।

লিভার সিরোসিস আক্রান্ত তাকে চিকিৎসা করতে হলে অনেক টাকার প্রয়োজন যা তার দিন মজুরি হতদরিদ্র কৃষক পরিবারের পক্ষ হতে দেওয়া সম্ভাব নয়।

তাই তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এছাড়াও সমাজের বিত্তবান ও স্বহৃদয়বান ব্যক্তি সাহায্য কামনা করেন। তাকে সাহায্য পাঠানোর ঠিকানা।