গাইবান্ধা প্রতিনিধি ->>
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা সংলগ্ন কিশামত শেরপুর বৈরাগীর বাজার মাঠে ঈদ উল আযহার ৩য় দিন ১২ জুলাই/২২ বিকেল ৪টায় “ঈদ আনন্দে” অনুষ্ঠিত ফুটবল খেলায় সহকারী অধ্যাপক শরিফুল আলম উজ্জলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার খন্দকার মোস্তাক আহমেদ শাকিল বিশেষ অতিথি ছিলেন মোখলেছার আমিন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুস সবুর, প্রধান শিক্ষক জিয়াউল ইসলাম পলাশ, সাদুল্লাপুর প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান, সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক প্রমূখ।দুই দিনব্যাপী ফুটবল খেলায় ১ম দিনে অংশগ্রহণকারী প্রতিযোগী কিশামত শেরপুর উত্তরপাড়া একাদশ ০০ গোলে রানার্সআপ ও দক্ষিণপাড়া একাদশ ০৩ গোলে চ্যাম্পিয়ন হয়ে গৌরব অর্জন করেছে।
২য় দিনের ফুটবল খেলায় ০১ গোল করে অবিবাহিত একাদশ রানার্সআপ এবং ০৪ গোল করে বিবাহিত একাদশ চ্যাম্পিয়ন হয়ে গৌরব অর্জন করেছে।
১৩ জুলাই বুধবার খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি,মেডেল ও পরিবেশ বান্ধব গাছের চারা পুরষ্কার দেয়া হয়।
ফুটবল খেলাটির পৃষ্ঠপোষকতায় ও পরিচালনায় ছিলেন মুফতি মাওলানা সামছুল হক ও মামুন।
আপনার মতামত লিখুন :