ArabicBengaliEnglishHindi

সাদুল্লাপুরে একই সঙ্গে তিন কন্যার জন্ম দিলেন রুমা


প্রকাশের সময় : জুন ২৭, ২০২২, ৮:২৫ অপরাহ্ন / ৫৭
সাদুল্লাপুরে একই সঙ্গে তিন কন্যার জন্ম দিলেন রুমা

গাইবান্ধা প্রতিনিধি ->>
গাইবান্ধার সাদুল্লাপুরে একই সঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন রুমা বেগম (৩০)। বর্তমানে নবজাতকরা সুস্থ থাকলেও অসুস্থ হয়ে পড়েছেন প্রসূতি মা।

সোমবার (২৭ জনু) সকালে উপজেলার দামোদরপুর ইউনিয়নের মধ্যভাঙ্গামোড় (টুবরিপাড়া) গ্রামের নিজ বাড়িতে সন্তানের জন্ম দেন ওই গৃহবধূ।

স্থানীয়রা জানায়,রুমার স্বামী অত্যান্ত গরীব মানুষ। ওইসময় হঠাৎ করে রুমার প্রসব বেদনা ওঠে।টাকার অভাবে তাদের কোন পুর্ব প্রস্তুতি ছিল না।এমনি একপর্যায়ে নিজ বাড়িতে স্বাভাবিক প্রসব বেদনা শুরুহলে পর পর তিনটি মেয়ে সন্তান ভূমিষ্ট হয়।

এদিকে স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন,দ্রুত ওই প্রসূতি ও নবজাতকদের চিকিৎসেবা দরকার।

রুমা বেগমের স্বামী আশাদুল ইসলাম জানান,আগের দুইটি সন্তান রয়েছে তাদের।সদ্য ভূমিষ্ট তিন বাচ্চা সুস্থ রয়েছে।তবে প্রসূতি মা অনেকটাই অসুস্থ। এখন টাকার অভাবে চিকিৎসেবা নিতে পারছেন না।