ArabicBengaliEnglishHindi

সাবমেরিন কেবলের মাধ্যমে যমুনার তলদেশ দিয়ে দুর্গম চরাঞ্চলে বিদ্যুৎ সুবিধার কথা মানুষ কল্পনাও করেনি : ধর্ম প্রতিমন্ত্রী


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২২, ৬:৫৮ অপরাহ্ন / ১৩০
সাবমেরিন কেবলের মাধ্যমে যমুনার তলদেশ দিয়ে দুর্গম চরাঞ্চলে বিদ্যুৎ সুবিধার কথা মানুষ কল্পনাও করেনি : ধর্ম প্রতিমন্ত্রী

এমরান হোসেন ->>

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান এমপি বলেছেন, বিদ্যুৎ সুবিধার আওতায় এনে দুর্গম ও প্রত্যন্ত চরাঞ্চলের মানুষকে উন্নয়নের মূল স্রোতধারায় যুক্ত করা হয়েছে। সাবমেরিন কেবলের মাধ্যমে যমুনার তলদেশ দিয়ে দুর্গম চরাঞ্চলে বিদ্যুৎ সুবিধার কথা মানুষ কল্পনাও করেনি। কিন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও কল্যাণমুখী নেতৃত্বের ফলে তা আজ বাস্তবরূপ লাভ করেছে।

তিনি আরও বলেন, আজ জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে ইসলামপুর উপজেলায় যমুনার পশ্চিম তীরবর্তী চরাঞ্চলের ৪টি ইউনিয়নের ২১টি গ্রামে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হলো।যমুনা চরাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠী জীবনমান উন্নয়নে এই বিদ্যুৎ সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিমন্ত্রী জানান, প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে দূর্গম যমুনার চরাঞ্চলে ২ টি সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ৮৯ কি. মি. এলাকায় ২ হাজার ৮ শত ৮৮ টি সংযোগ প্রদান করে বিশ হাজার জন মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় নিয়ে আসা হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গুঠাইল হাইস্কুল প্রাঙ্গণে জেলা প্রশাসক মুর্শেদা জামানের সভাপতিত্বে গ্রাম বিদ্যুতায়ন অনুষ্ঠানে প্রধান আলোচক ও উদ্বোধকের বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

গ্রাম বিদ্যুতায়ন উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এস এম জামাল আব্দুন নাছের চৌধুরী বাবুল, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ আলমগীর, ইসলামপুর জোনাল অফিসের ডিজিএম গোলাম রাব্বানী, ইসলামপুর পৌর মেয়র মোঃ আব্দুল কাদের শেখ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোঃ রুকনোজ্জামান খান, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জামালপুর আইন কলেজের অধ্যক্ষ এডভোকেট আব্দুস ছালাম, সরকারি ইসলামপুর কলেজের অধ্যক্ষ মোঃ ফরিদ উদ্দিন, উপককার ভোগী এলাকার বাসিন্দা কামরুজ্জামান প্রমুখ।