আলতাফ হোসেন অমি ->>
শনিবার (২৯শে অক্টোবর) সকালে সাভার হেমায়েতপুরের শিল্পনগরী পরিদর্শন করেন তিনি। পরিদর্শনে প্রথমে তিনি চামরা শিল্পনগরীর সিইটিপি প্লেন ভিজিট শেষে আরজুমান ট্যানারীর ২য় তলায় চামরা শিল্প নগরীর বিভিন্ন মালিকদের সাথে একান্ত কথা বলেন।
এসময় ট্যানারীর অ্যাসোসিয়েশনের মালিকেরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন,এসময় ব্যারবেল ডাঃ কফলার জানান,এই চামরা শিল্পকে বিশ্ব বাজারে পৌঁছে দিতে সাহায্য ও পাশে থাকবেন জার্মান সরকার।
এসময় উপস্থিত ছিলেন, ডাঃ ব্যারবেল কফলার সহ জার্মান সংসদীয় রাজ্য সচিব, টিনা রুডলফ, জার্মান সংসদ সদস্য জোহানেস ওয়াগনার, জার্মান পার্লামেন্ট সদস্য নুট গেরশাউ।
এছারাও উপস্থিত ছিলেন আরজুমান ট্যানারীর চেয়ারম্যান ও ট্যানারী এসোসিয়েশনের সভাপতি শাহীন আহম্মেদ।
আপনার মতামত লিখুন :