ArabicBengaliEnglishHindi

সাভারের যাদুরচরে ডক্টর কিয়ামের পরিবারের পক্ষ থেকে অসহায়দের মাঝে খাবার বিতরন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২২, ১১:০৩ অপরাহ্ন / ১০২
সাভারের যাদুরচরে ডক্টর কিয়ামের পরিবারের পক্ষ থেকে অসহায়দের মাঝে খাবার বিতরন

আলতাফ হোসেন অমি ->>
বৃহস্পতিবার ১লা সেপ্টেম্বর রকিবুল ইসলাম ফয়সাল এন্টাপ্রাইজ ব্যাক্তি প্রতিষ্ঠানের আয়োজনে সাভার হেমাযেতপুরের যাদুরচরে ডক্টর কিয়াম উদ্দিনের ছেলে ফয়সালের পরিবারের পক্ষ থেকে অসহায় গরীব দুঃখী মানুষের মাঝে খাবার বিতরন করে।

 

মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

 

রকিবুল এন্টারপ্রাইজ ও তার পরিবারের কেন্দ্রীয় অফিসে দুপুর ৩ টা ৪৫ মিনিটে ২৫০ জন গরীব অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরন করা হয়েছে।

রকিবুল এন্টারপ্রাইজ ব্যাক্তি প্রতিষ্ঠানের পরিচালক মো.রকিবুল ইসলাম ফয়সাল বলেন ,গরীব অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দেশ সমাজ এগিয়ে নিতে হলে আমাদের সকলের সম্মিলিত প্রয়াসে কাজ করে যেতে হবে।

তাই সমাজের জাতি বর্ণ নির্বিশেষে সকল দরিদ্র মানুষের পাশে দাড়াতে হবে,তাদের জন্য কাজ করে যেতে হবে। তাহলে সমাজ হবে উন্নত,দেশ হবে সমৃদ্ধ। আমার ক্ষুদ্র প্রচেষ্টায় প্রতি মাসে দুইবার গরীব অসহায়দের মাঝে বিভিন্ন ধরনের খাবার,পোশাক,নগদ অর্থ এবং বিশেষ দিনগুলোতে একটু বড় আয়োজন করে থাকি।

আমি চেষ্টা করি আমার আশপাশের গরীব মানুষ গুলো যেন না ক্ষেয়ে না থাকে। তারা যেন বুঝতে না পারে তারা গরিব।

তিনি আরও বলেন সবাই সম্মিলিত ভাবে এগিয়ে আসলে আর কোন গরীব দুঃখি থাকবে না।