ArabicBengaliEnglishHindi

সাভার দলিল লেখক সমিতির সভাপতি আবুল, সম্পাদক আলীম


প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২২, ২:৫০ অপরাহ্ন / ১১২
সাভার দলিল লেখক সমিতির সভাপতি আবুল, সম্পাদক আলীম
এনামুল হক শামীম ->>
সাভারে আনন্দঘন পরিবেশে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় সিলেকশনের মাধ্যমে দলিল লেখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে সাভার থানা সংলগ্ন দলিল লেখক সমিতির কার্যালয়ে অনারাম্বড় পরিবেশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতি হিসাবে মনোনীত হন গত মেয়াদের সভাপতি মো. আবুল হোসাইন ও সাধারণ সম্পাদক পদে মনোনীত হন আব্দুল আলীম। তাদের পক্ষে দলিল লেখক সমিতির সদস্যদের প্রায় শতভাগ সম্মতি ছিল বলে জানা গেছে।
এসময় উপস্থিত থেকে মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন সাভার পৌরসভার মেয়র হাজ্বী আব্দুল গণি।
মনোনীত হওয়া সভাপতি মো. আবুল হোসাইন বলেন, আমি গত মেয়াদে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি। আমি দলিল লেখক ভাইদের পাশে থাকার চেষ্টা করেছি। তাই তারা এবারও আমাকে সুযোগ দিয়েন। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সাধারণ সম্পাদক বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে আমরা যে কাজ করেছি, তাতে আমার ভাইরা সন্তুষ্ট হয়ে  আমাদের পূণরায় নির্বাচিত করেছেন।
এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল আলম রাজিব, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন মাসুদ চৌধুরী, সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লাসহ আরও অনেকে।