ArabicBengaliEnglishHindi

স্টার সিনেপ্লেক্সে ‘অপারেশন সুন্দরবন’র জমকালো প্রদর্শনী


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২২, ৮:২১ অপরাহ্ন / ৭৬
স্টার সিনেপ্লেক্সে ‘অপারেশন সুন্দরবন’র জমকালো প্রদর্শনী

শোবিজ ডেস্ক ->>
রাজধানীর বসুন্ধরায় স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হয়ে গেল বহুল আলোচিত অপারেশন সুন্দরবন সিনেমার প্রথম প্রদর্শনী। সুন্দরবনকে জলদস্যুর হাত থেকে রক্ষায় র‍্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে একশন-থ্রিলারধর্মী সিমেনা অপারশেন সুন্দরবন।

সুন্দরবনকে নতুনভাবে দেখতে ও জানতে হলে গিয়ে সিনেমায় দেখার আমন্ত্রন জানিয়েছেন শিল্পী ও কলাকৌশলীরা। চার বছর আগেও বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনে রাজত্ব করতো জলদস্যুরা।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাবের দুঃসাহসিক অভিযানে ২০১৮ সালে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করে সরকার। এ অভিযান নিয়ে নির্মিত হয়েছে অপারেশন সুন্দরবন চলচ্চিত্র।

রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে মঙ্গলবার সন্ধ্যায় আয়োজন করা হয় এ সিনেমার প্রিমিয়ার ‘শো’র। পুলিশ মহাপরিদর্শক, র‍্যাব মহাপরিচালকসহ উর্ধতন কর্মকর্তা এবং শিল্পী ও কলাকৌশলীরা এ সময় উপস্থিত ছিলেন।

 

এ সময় পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও র‍্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনসিনেমাটি নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

এদিকে বাংলা চলচ্চিত্রে যে সুদিন ফিরেছে অপারেশন সুন্দরবন সিনেমা এরই আরেকটি উদাহরণ বলছেন শিল্পীরা।

২৩ সেপ্টেম্বর সারাদেশের বেশ কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অপারেশন সুন্দরবন।