ArabicBengaliEnglishHindi

স্বপ্নদ্বীপ রিসোর্টে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত


প্রকাশের সময় : মার্চ ৪, ২০২২, ১১:৩৮ অপরাহ্ন / ১৭০
স্বপ্নদ্বীপ রিসোর্টে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
মামুনুর রহমান,ঈশ্বরদী, পাবনা ->>
বাংলাদেশ’’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে গতকাল রাতে ‘প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ের রথে অগ্রগতির পথে বাংলাদেশ’’ শীর্ষক আলোচনাসভা, গুণীজন সংবর্ধনা ও হারানো দিনের গানের অনুষ্ঠান‘গানে গানে হারানো দিনে’ অষ্ঠিত হয়েছে। ঈশ্বরদীর জয়নগরস্থ খাইরুল হাজীর স্বপ্নদ্বীপ রিসোর্টে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গবেষক ও শিক্ষাবিদ, দক্ষিন এশিয়ার অন্যতম বিশ্ববিদ্যালয় রাবির উপ-উপাচাযর্, প্রফেসর ডক্টর
সুলতান-উল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি, গীতিকার, নাট্যকার ও ঈশ্বরদীর কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম রঞ্জু। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুগারক্রপস গবেষনা ইনষ্টিটিউটের বায়োটেকনোলোজী বিভাগীয় প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, কবি ও সাহিত্যিক ডক্টর কুয়াশা মাহমুদ। বিশেষ অতিথি ও গুণীজন হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ ঈশ্বরদী উপজেলা শাখার সম্মানিত সভাপতি ও ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বর্ষিয়ান রাজনীতিক আলহাজ্ব মোঃ নায়েব আলী বিশ্বাস,ঈশ্বরদীর কৃতি সন্তান,বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মোঃ আশরাফ আলী খান (মঞ্জু), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম,ইমরুল কায়েস। ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্নার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে রাজশাহী কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর শম্পা রেজিনা শিরিন, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নান ও প্রভাষক নূরমোহাম্মদ খোকন বক্তব্য দেন।
স্বাধীনতার মাসে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে আয়োজিত এসব অনুষ্ঠানে বর্ষিয়ান রাজনীতিক হিসেবে আলহাজ্ব মোঃ নায়েব আলী বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা হিসেবে বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত
ডিআইজি,গীতিকার,নাট্যকার ও ঈশ্বরদীর কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম রঞ্জু ও ঈশ্বরদীর কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মোঃ আশরাফ আলী খান মঞ্জুকে সমাজ সেবক হিসেবে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে হারানো দিনের গানের অনুষ্ঠান‘গানে গানে হারানো দিনে’ বিভিন্ন টেলিভিশন ও স্থানীয় শিল্পীরা অংশ নেন।